কাপ্তাই বন মামলার সাজাপ্রাপ্ত আসামি আটক
রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্রিকফিল্ড এলাকার মিনু মালির পুত্র বন মামলার ৩৯/১৩ এর সাজাপ্রাপ্ত আসামি দিলিপ কুমার প্রকাশ বাইট্রাইয়াকে (৩২) ব্রীক ফিল্ড নিজ বাসা হতে আটক করে কাপ্তাই থানার পুলিশ।
কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন জানান, বুধবার(২৮ আগস্ট) উক্ত সাজাপ্রাপ্ত আসামিকে থানার ফোর্সসহ আটক করে রাঙ্গামাাটি জেল হাজতে প্রেরণ করা হয়।
ঘটনাপ্রবাহ: থানা অফিসার ইনচার্জ, পানি বিদ্যুৎ কেন্দ্র
Facebook Comment