কুতুপালং ক্যাম্পে গাঁজাসহ রোহিঙ্গা আটক

fec-image

উখিয়ার কুতুপালং ক্যাম্পে দুই পুড়িয়া গাঁজাসহ সৈয়দুল আমিন নামে এক রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন। পরে আটক রোহিঙ্গাকে মোবাইল কোর্টে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

কক্সবাজার ১৪ এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক জানান, ৩ এপ্রিল বিকালে কুতুপালং ২ ওয়েস্ট ক্যাম্প, ব্লক-ডি/৫ এলাকায় মোবাইল-০১ জরুরী ডিউটিতে নিয়োজিত এএসআই(নিঃ)/১২১৯১ মো. জাহাঙ্গীর হোসাইন সঙ্গীয় ফোর্সের সহায়তায় কুতুপালং ২ ওয়েস্ট ক্যাম্প, ব্লক-ডি/৫ এলাকা হতে সৈয়দুল আমিন (৩২), পিতা-মৃত আবুল হোসেন, এফসিএন-১৫২৩৫৮, থানা-উখিয়া, জেলা-কক্সবাজারকে দুই পুড়িয়া গাঁজাসহ উদ্ধার করে বালুর মাঠ পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়।

পরে ৪মে সকাল ১০টায় আসামীকে কুতুপালং রেজিস্টার ক্যাম্পের সিআইসি মো. রাশেদুল ইসলাম এর নিকট মোবাইল কোর্ট পরিচালনার জন্য প্রেরণ করা হলে সিআইসি ওই আসামীকে প্রসিকিউশন নাম্বার ৫৪/২০২১ তারিখ-০৪/০৫/২০২১ খ্রিঃ মূলে নেশাগ্রস্ত অবস্থায় জনশান্তি বিনষ্ট করার কারণে ২০,০০০ (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন।

ওই আসামি জরিমানার টাকা পরিশোধ করলে তাকে ব্লক মাঝির হেফাজতে প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আটক, কুতুপালং ক্যাম্পে, গাঁজাসহ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন