কুতুবদিয়ায় কমিউনিটি পুলিশিং ডে পালিত


‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই স্লোগানে কক্সবাজার কুতুবদিয়ায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন করা হয়েছে।
শনিবার ( ২৯ অক্টোবর ) কুতুবদিয়া থানা আয়োজিত এক বর্ণাঢ্য র্যালি থানা চত্বর থেকে বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানা প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালি শেষে থানা কম্পাউন্ডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর হায়দারের সভাপতিত্বে ও উপ-পরিদর্শক (এসআই) মো. রায়হান উদ্দিনের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় ওসি (তদন্ত) পরিদর্শক (তদন্ত) কানন সরকার, উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছফা, বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আবুল কালাম, আলী আকবর ডেইল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর সিকদার, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.এম হাছান কুতুবী, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি রেজাউল করিম, কমিউনিটি পুলিশের উপদেষ্টা ও আলী আকবর ডেইল ইউনিয়ন আ’লীগের সভাপতি কাইমুল ইসলাম সিকদার,উপজেলা কমিউনিটি পুলিশের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, দক্ষিণ ধূরুং কমিউনিটি পুলিশের সভাপতি জানে আলম সিকদার, উপজেলা বাস্তহারা লীগের সভাপতি মনিরুল ইসলাম মাতবর, উপজেলা মৎস্যজীবী ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বেবি আকতার, কৈয়ারবিল কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস, উত্তর ধূরুং ইউনিয়নের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র বেলাল হোছাইন মাহিন বক্তব্য রাখেন।
র্যালি ও আলোচনা সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।