টেকনাফে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

fec-image

‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’ এ প্রতিপাদ্য নিয়ে কক্সবাজারের টেকনাফে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় টেকনাফ মডেল থানার মিলনায়তনে অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার উখিয়া সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার (বিপিএম) মো. শাকিল আহমদ।

প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, ‌‘আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য মূলত দায়ী মাদক ও রোহিঙ্গা। মাদক ব্যবসা একা করতে পারেনা। সিন্ডিকেটের মাধ্যমে মাদক ব্যবসার বিস্তৃতি ঘটায়। রোহিঙ্গাদেরকে আশ্রয় এবং যোগসাজশে মাদক ব্যবসা, মানব পাচার, অপহরণ ও জন্ম নিবন্ধন বাণিজ্যে জড়িতদের বিরুদ্ধে অতি শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা চেয়ারম্যান নুরুল আলম ও টেকনাফ পৌর মেয়র হাজী মো. ইসলাম।

টেকনাফ কমিউনিটি পুলিশং কমিটি ফোরাম কর্তৃক আয়োজিত টেকনাফ মডেল থানার অপারেশন অফিসার আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, টেকনাফ সাবরাং ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সোনা আলী, টেকনাফ উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি মো. আলম বাহাদুর, টেকনাফ পৌরসভা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি সাইফ উদ্দীন খালেদ, উপজেলা কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বাহারছড়া ইউনিয়নের তদন্ত কর্মকর্তা মশিউর রহমান, পৌরসভার কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক নুরুল হোসাইন, সাংবাদিক মো. আশেক উল্লাহ ফারুকী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ, হোয়াইকং ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজুল হক ও টেকনাফ সদর ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল সিকদার।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শুরুর প্রক্কালে অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান এর নেতৃত্বে একটি র‍্যালি টেকনাফ পৌর শহর প্রদক্ষিণ করে মডেল থানা মিলনায়তনে মিলিত হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কমিউনিটি পুলিশিং ডে, টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন