কুতুবদিয়ায় গাছসহ গাঁজা চাষী আটক


কুতুবদিয়ায় গাঁজা চাষের ক্ষেতের সন্ধান পাওয়া গিয়েছে। মঙ্গলবার (১০ মে) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বড়ঘোপ ঘোনার মোড় এলাকায় অভিযান চালিয়ে গাঁজা চাষীসহ বিপুল পরিমাণ গাঁজা গাছ উদ্ধার করেছে।
থানার ওসি মো. ওমর হায়দার বলেন, বড়ঘোপ ঘোনার মোড় এলাকার মৃত রহিম দাঁদের ছেলে ফরিদুল আলম (৪৮)। দীর্ঘদিন ধরে রাস্তার পাশে বেগুন ক্ষেতের আড়ালে গাঁজা চাষ করে আসছিল। মঙ্গলবার বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান সেখানে অভিযান চালানো হয়।
এ সময় গাঁজা চাষী ও মাদকব্যবসায়ী ফরিদুল আলমকে আটক করা হয়। একই সাথে বিপুল পরিমাণ রোপিত গাঁজা গাছ জব্দ করা হয়েছে। বুধবার ১১ মে আটক ফরিদুল আলমকে আদালতে সৌপর্দ করার হবে বলেও তিনি জানান।
ঘটনাপ্রবাহ: আটক, কুতুবদিয়া, গাঁজা
Facebook Comment