কুতুবদিয়ায় নিহত হালিমের জানাযায় শোকার্ত মানুষের ঢল

fec-image

কুতুবদিয়ায় ২০ সেপ্টেম্বর ইউপি নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত আওয়ামী লীগ নেতা শহীদ আব্দুল হালিমের জানায় শোকার্ত মানুষের ঢল নামে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর ) তার ময়না তদন্ত শেষে বিকাল ৪টায় বড়ঘোপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ময়দানে তার জানাযা অনুষ্ঠিত হয়।

এসময় শোক বক্তব্য রাখেন জেলা আ‘লীগের ভারপ্রাপ্ত সভাপতি কুতুবদিয়া উপজেলা চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, জেলা আ‘লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মুজিবুর রহমান, কুতুবদিয়া-মহেশখালীর সাংসদ আলহাজ আশেক উল্লাহ রফিক, মহেশখালীর পৌর মেয়র আলহাজ মকছুদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপািত আওরঙ্গজেব মাতবর, বড়ঘোপ ইউনিয়ন শাখা সভাপাত ও চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিটু প্রমুখ।

এসময় বক্তারা শহীদ আব্দুল হালিম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহতের ইন্ধনদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য পুলিশের প্রতি দাবি জানান। অন্যথায় তারা সবাই মিলে প্রধানমন্ত্রীর দারস্থ হবেন বলেও হুশিয়ারি দেন। এ ছাড়া দলীয় উচ্চ পর্যায়ের নেতারা শহীধ আব্দুল হালিমের অসহায় পরিবারের দায়িত্ব নেয়ার ঘোষণাও দেন।

নিহত আব্দুল হালিম বড়ঘোপ ৭নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ছিলেন। সোমবার পিলটকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার এজেন্ট এর দায়িত্ব পালনকালে বহিরাগতদের বিশৃঙ্খলা সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ফাঁকা গুলিতে নিহত হন। এসময় একই বুথে ঘোড়া মার্কার এজেন্ট আবু শামা সহ আরো ৩ জন গুলিবিদ্ধ হন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন