কৃতি ফুটবলারকে পানছড়ি লোগাং জোনের সহায়তা প্রদান

বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক পরিচালিত এলিট ফুটবল একাডেমিতে সুযোগ পেয়েছে খাগড়াছড়ি জেলার পানছড়ি ফুটবল একাডেমির কাউছার। সে পানছড়ি উপজেলার উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। এ খবরে তার পাশে সহযোগিতার হাত বাড়ান ৩বিজিবি লোগাং জোন অধিনায়ক লে. কর্নেল জাহিদুল ইসলাম।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় লোগাং জোন সদর দপ্তরে উদীয়মান কৃতি ফুটবলার কাউছারকে উন্নত মানের গ্রেডের বুট ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
এই সহায়তা পেয়ে খুব খুশীর কথা জানায় কাউছার।
জানা যায়, ৩ বিজিবি লোগাং জোন এলাকার অসহায় ও দু:স্থদের পাশে থেকে সব সময় সহায়তা দিয়ে আসছে। যার মাঝে সেলাই মেশিন, ভ্যান গাড়ি, ঢেউটিন, বই, ক্রীড়াসামগ্রী, শীতবস্ত্র, কোমলমতি শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ের সামনে যাত্রী ছাউনি নির্মাণ ও চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান ছিল উল্লেখযোগ্য।
তাছাড়া ৩বিজিবি লোগাং জোন সদর দপ্তরটিও একটি দৃষ্টিনন্দন এলাকা। যেখানে রয়েছে হাজার হাজার পানকৌড়ি ও সাদা বকের অভয়ারণ্য। পাখিদের কলকাকলি ও সন্ধ্যালগ্নে ঝাঁকে ঝাঁকে আপনালয়ে ফিরে আসার দৃশ্য চোখ জুড়িয়ে দেয়। উন্নয়নের ধারা বজায় রাখতে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান জোন অধিনায়ক।