আত্মস্বীকৃত ১৭ ইয়াবা ব্যবসায়ীকে কারাগারে প্রেরণের নির্দেশ, ২৩ নভেম্বর রায়

fec-image

আত্মস্বীকৃত ১৭ ইয়াবা ব্যবসায়ীকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে কক্সবাজার স্পেশাল ট্রাইব্যুনাল মামলার আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করেন।

শেষে উপস্থিত সবাইকে কারাগারে প্রেরণের আদেশ দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল।

আসামিরা হলেন, নুরুল হুদা মেম্বার, শাহ আলম, আব্দুর রহমান, ফরিদ আলম, মাহবুব আলম, রশিদ আহমেদ প্রকাশ রশিদ খুলু, মোহাম্মদ তৈয়ব, জাফর আলম, মোহাম্মদ হাশেম প্রকাশ আংকু, আবু তৈয়ব, আলী নেওয়াজ, মোহাম্মদ আইয়ুব, কামাল হোসেন, নুরুল বশর প্রকাশ কালা ভাই, আব্দুল করিম, দিল মোহাম্মদ, শাকের মিয়া প্রকাশ শাকের মাঝি।

সেইসঙ্গে অনুপস্থিত বাকি আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে।

দেশব্যাপী আলোচিত এই ইয়াবা মামলার রায় আগামী ২৩ নভেম্বর।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম বলেন, আসামিপক্ষের আইনজীবীরা তাদের নিরপরাধ প্রমাণের সর্বোচ্চ চেষ্টা করেছেন। আমরা আমাদের মতো বক্তব্য উপস্থাপন করেছি।

আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ নীতিনির্ধারণী মহলের আশ্বাসের ভিত্তিতে আত্মসমর্পণ অনুষ্ঠানটি হয়। এখানে যে দুইটি মামলা তাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে তা সম্পূর্ণ সাজানো এবং মিথ্যা। আদালতের রায়ে আসামিরা খালাস পাবে মনে করছি।

২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি টেকনাফের পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে তারা ৮ শর্তে আত্মসমর্পণ করেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজি, চট্টগ্রাম ও কক্সবাজার পুলিশ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইয়াবা, কারাগার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন