নাইক্ষ্যংছড়িতে ২ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

fec-image

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানার অধিনস্থ ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশ একটি বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি নোহা গাড়ি জব্দ করা হয় যাহার নং ঢাকা মেট্রো-চ ১৫-০২১৪।

বুধবার (১০ জানুয়ারি ) আনুমানিক রাত ১১টা ২০ মিনিটের দিকে এস আই পাবেল মল্লিকের নেতৃত্বে এ এস আই সালা উদ্দিন (পিপিএম বার) সঙ্গীয় ফোর্সসহ ঘুমধুম টিভি টাওয়ার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে সন্দেহাতীত উক্ত নোহা গাড়ি থামিয়ে তল্লাশি করলে গাড়িতে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ২ হাজার পিস ইয়াবাসহ যুবককে আটক করতে সক্ষম হয় পুলিশ।

জানা যায়, আটককৃত যুবক কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াক্যং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব সাতঘরিয়া পাড়ার আব্দুল গফুরের ছেলে ফয়েজ উদ্দিন ( ২১)।

নাইক্ষ্যংছড়ি থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে ইয়াবাসহ আটক করতে সক্ষম হয় । আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে, তাছাড়া মাদকবিরোধী সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এ কর্মকর্তা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইয়াবা, গ্রেফতার, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন