কেপিএমে বসতঘরে আগুন লেগে বৃদ্ধের মৃত্যু, লাখ টাকার ক্ষয়ক্ষতি


রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কেপিএম বারঘোনিয়া কাটা পাহাড় এলায় রাতে বসতঘরে আগুন লেগে বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ২০মিনিটে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে জানা যায়।
কাপ্তাই ফায়ার সার্ভিস সংবাদ পাওয়ার পর রাত ২টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ঘরে থাকা অসুস্থ প্যারালাইসিস রোগী অগ্নিদগ্ধ হয়ে মো. আবু তাহের(৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। কাপ্তাই ফায়ার সার্ভিস ও কাপ্তাই থানা লাশ উদ্বার করে।
চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আকতার হোসেন মিলন ও ইউপি সদস্য স্বপন বড়ুয়া জনান, এসময় নিহত বৃদ্ধ ব্যতিত পরিবারের অন্যনান্য সকল সদস্যরা আগের দিন পার্শ্ববর্তী রাঙ্গুনিয়া উপজেলার আত্মীয়র বাড়িতে বেড়াতে যায়।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে অগ্নিদগ্ধ লাশ উদ্বার করে থানায় নিয়ে আসি। (বুধবার) লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করি।