কোভিড-১৯: দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫০ জন


ফাইল ছবি
কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫০ জন। এ নিয়ে মোট মারা গেলেন ১৩ হাজার ২২২ জন। এ ছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ৩৩১৯ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ৮ লাখ ৩৩ হাজার ২৯১ জন। ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৪ দশমিক ২৭।
স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১৫ জুন) বিকালে এই তথ্য জানানো হয়। এর আগে, গতকাল সোমবার করোনায় ৫৪ জনের মৃত্যু হয়। এ ছাড়া শনাক্ত হয় ৩০৫০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২,২৪৩ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৭১ হাজার ৭৩ জন। ২৪ ঘণ্টায় করোনার নমুনা টেস্ট করেন ২৩ হাজার ২৬৫ জন।
ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস, কোভিড-১৯
Facebook Comment