খর্বকায় নলেন ত্রিপুরা পানছড়ির সফল পানচাষী

fec-image

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার এক খর্বকায় প্রতিবন্ধীর নাম নলেন বিকাশ ত্রিপুরা (৩৮)। তিনি উপজেলার ১নং লোগাং ইউপির রামতনু পাড়ার অমৃত লাল কার্বারীর সন্তান। নলেন বিকাশ ত্রিপুরার উচ্চতা তিন ফিটেরও একটু কম। খর্বকায় হলেও তিনি এলাকায় নিজেকে গড়ে তুলেছেন একজন সফল পানচাষী হিসেবে। ছোট বেলা থেকেই অদম্য ইচ্ছাশক্তি আর পরিশ্রমের ফলে সমাজের বোঝা না হয়ে তিনি আজ প্রতিষ্ঠিত সফল পান চাষী।

উপজলার ১নং লোগাং ইউপির আঁকা-বাঁকা মেঠো পথ আর বাঁশের সাঁকো পার হয়ে দুর্গম রামতনু পাড়ার বাড়িতে গেলে দেখা মিলে নলেন বিকাশ ত্রিপুরার। গামছা পরে দা হাতে গুটি গুটি পায়ে পানের বরজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল নলেন। এই প্রতিবেদকের সাথে যতক্ষন তিনি কথা বলছিলেন ততক্ষন ছিলেন হাসিখুশি। শুনালেন জীবনের গল্প। দীর্ঘদিন তিনি ছিলেন পান ব্যবসার সাথে সরাসরি জড়িত। পরবর্তীতে পাহাড়ের ডালুতে নিজের জায়গাতেই গড়ে তোলেন দুটি দৃষ্টিনন্দন পানবরজ। বিগত দশ বছর ধরে বরজে পানের লতা চাষ করেন তিনি। যা পান চাষীরা বীজ হিসেবে নিয়ে যায়। প্রায় আশি শতক জায়গার দুটো বরজে বর্তমানে রয়েছে প্রায় সাত হাজার পানের লতা। প্রতিটি লতা দারুণভাবে জড়িয়ে আছে বাঁশের কঞ্চিতে। এরি মাঝে প্রথম দফায় প্রায় লক্ষাধিক টাকার লতা বিক্রি করেছেন বলে জানালেন। দুই সন্তানের জনক নলেন বিকাশ ত্রিপুরা, বাবা অমৃত লাল কার্বারী ও তাঁর সহধর্মিনী মিলেই বরজের পরিচর্চার কাজগুলো করেন। পান চাষ করেই তিনি স্বাবলম্বী বলে জানালেন। নলেনের বাবা অমৃত লাল কার্বারী জানালেন, ছেলে খর্বকায় প্রতিবন্ধী হলেও সে খুব কাজ করে প্ররিশ্রমী। সে একজন সফল পান চাষী।

খাগড়াছড়ি জেলা প্রতিবন্ধী অফিসার মো: শাহজাহান জানান, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। বিভিন্ন প্রশিক্ষন আর সহায়তা পেলে তারাও সমাজের অন্য স্বাবলম্বী মানুষের মতো নিজেরা স্বাবলম্বী হয়ে দৃষ্টান্ত স্থাপন করতে পারবে। যার জলন্ত উদাহরণ নলেন বিকাশ ত্রিপুরা। সমাজকল্যাণ মন্ত্রনালয় নলেনের পাশে সব সময় ছিল ভবিষ্যতেও থাকবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন