খাগড়াছড়িতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
খাগড়াছড়িতে চেঙ্গী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি শহরের মাঝ দিয়ে প্রবাহিত চেঙ্গী নদীর গরুর বাজার এলাকায় ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে চেঙ্গী নদী একটি লাশ ভেসে যেতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অজ্ঞাত ব্যক্তির বয়স ৪০-৪১ বছর হতে পারে।
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, লাশ উদ্ধার
Facebook Comment