খাগড়াছড়ি পর্যটন মোটেল পরিদর্শনে ব্রি. জে. শরীফ মো. আমান হাসান
খাগড়াছড়ি পর্যটন মোটেল পরিদর্শন করেছেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে তিনি আকস্মিক খাগড়াছড়ি পর্যটন মোটেল পরিদর্শনে যান এবং মোটেলে প্রতিটি কক্ষ ঘুরে দেখেন।
তিনি মোটেলের চরম অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করে এর জন্য কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করেন।
খাগড়াছড়ির পর্যটন মোটেলকে আগের মতো লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে কর্তৃপক্ষের সাথে কথা বলবেন বলে জানান।
তিনি বলেন, খাগড়াছড়ির বেসরকারি হোটেলগুলো যেখানে লাভ করছে সেখানে বিলাস বহুল পর্যটন কেন অ-লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে। তার কারণ জানতে চান।
এ সময় খাগড়াছড়ি পর্যটন মোটেলের ব্যবস্থাপক উত্তম কুমার মজুমদার, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল ও সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম রাজুসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গতকাল (রবিবার) পার্বত্যনিউজে “চরম অব্যবস্থাপনায় খাগড়াছড়ি পর্যটন মোটেল লোকসানের পাহাড়” শিরোনামে
প্রতিবেদন প্রকাশিত হয়।