খাগড়াছড়িতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ইফতার মাহফিল নিয়ে মহিলা দলের প্রস্তুতি সভা
খাগড়াছড়িতে আগামী ৮ এপ্রিল অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগীয় ইফতার মাহফিল সফল করার লক্ষ্যে মহিলা দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ এপ্রিল) সকালে খাগড়াছড়ি শহরের “বৈঠকে” জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ানের সভাপতি অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, সহ সভাপতি মারিয়াম আক্তার মনি, মনিকা দেওয়ান, সুইপ্রাচিং মারমা, যুগ্ম সম্পাদক আকলিমা খানম, সাংগঠনিক তাহমিনা সিরাজ সিমা, খাগড়াছড়ি সদর উপজেলা সভাপতি মিটুন রানী ত্রিপুরা, সদর পৌর মহিলাদলের সভাপতি সালেহা রহমান, দীঘিনালা উপজেলা মহিলা দলের সভাপতি মোর্শেদা বেগম, মহালছড়ির সভাপতি ফাতেমা জান্নাত মনি, মাটিরাঙ্গার সভাপতি মাজেদা আক্তার, পানছড়ির সভাপতি জাহানারা বেগম ও গুইমারার সভাপতি মিশিপ্রু মারমাসহ খাগড়াছড়ি জেলার ৯ উপজেলা ও ৩ পৌরসভার নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় জনানো হয়, ইফতার মাহফিলে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এছাড়াও চট্টগ্রামের বিভাগের ১৫টি সাংগঠনিক জেলা টেকনাফ থেকে দাউদকান্দি পর্যন্ত বিএনপি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ অন্তত ২০ হাজার নেতাকর্মী অংশ নেবে।
নিউজটি ভিডিওতে দেখুন: