খাগড়াছড়িতে নতুন ১০ জনসহ মোট করোনা আক্রান্ত ১৭০


খাগড়াছড়িতে গত ২৪ ঘণ্টায় আরো ১০ জন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ শত ৭০ জন। এর মধ্যে পুলিশ সদস্য ৭০ জন ও স্বাস্থ্যকর্মী ১৫ জন। তবে এরমধ্যে ৩৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
মঙ্গলবার(২৩ জুন) বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ।
তিনি আরো জানান, এখন পর্যন্ত এক হাজার ৬ শত ৩৩ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। তার মধ্যে ফলাফল এসেছে ১২‘শ ৫৮ জনের।
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, সিভিল সার্জন, স্বাস্থ্যকর্মী
Facebook Comment