খাগড়াছড়িতে পুলিশ সদস্যসহ আরও ৩ জন করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৪


খাগড়াছড়িতে এক পুলিশ সদস্যসহ নতুন করে আরও ৩ জন করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৪ জন। তবে জেলায় প্রথম করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি সস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার রাতে চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) নমুনা পরীক্ষার পাওয়া ফলাফলে জেলা সদরে কোয়ারেন্টিনে থাকা পাবনা ফেরত এক পুলিশ সদস্য ও জেলার মহালছড়িতে কোয়ারেন্টিনে দুই জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তবে তাদের কোন উপসর্গ নেই।
প্রসঙ্গ, গত ২২ এপ্রিল খাগড়াছড়ির দীঘিনালায় একটি বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা অবস্থায় নারায়নগঞ্জ ফেরত চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এ পাঠানো প্রথম নমুনা রিপোর্ট পজেটিভ এসেছিলো। এরপর ৬ মে দ্বিতীয় নমুনা পরীক্ষায় নেগেটিভ আসে। সর্বশেষ পাঠানো তৃতীয় নমুনা পরীক্ষার রিপোর্টও শুক্রবার রাতে নেগেটিভ আসলে গত ৯ মে তাকে ছাড়পত্র দেওয়া হয়।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, খাগড়াছড়িতে ৩১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।