খাগড়াছড়িতে শুভ মধু পূর্ণিমা উদযাপন
যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খাগড়াছড়িতে মধু পূর্ণিমা উদযাপন করা হচ্ছে।
এ উপলক্ষে শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে খাগড়াছড়ির বিভিন্ন বৌদ্ধ বিহারে শুরু হয় দিনব্যাপী নানান অনুষ্ঠানমালা।
অনুষ্ঠানের মধ্যে রয়েছে পঞ্চশীল অষ্টশীল গ্রহণ বুদ্ধপূজা, ফুলপূজা, বুদ্ধ মূর্তিদান, অষ্ট পরিস্কারদান, সংঘদান, মধুদান, বৌদ্ধ ভিক্ষুদের পিন্ডসহ নানা বিধ দান ও স্বধর্ম শ্রবণ।
এছাড়া সন্ধ্যা হাজার প্রদীপ প্রজ্জলন ও আকাশ প্রদীপ (ফানুস) উড়ানো হবে। এ দিনে বৌদ্ধ নর-নারীরা দেশ জাতি, বিশ্ব শান্তি তথা সকলের মঙ্গলের জন্য প্রার্থনা ও কামনা করেন।
উল্লেখ্য, বৌদ্ধ ধর্মালম্বীদের কাছে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ এই মধু পূর্ণিমা। ভগবান গৌতম বুদ্ধের সময়ে পারল্য বনে ভগবান গৌতম বুদ্ধ যখন বর্ষাবাস ধরেছিলেন, তখন সেখানে এক হস্তী ভগবান গৌতমকে সেবা করতে দেখে বানর। পরে সেই বানর একটি মৌচাক থেকে মধু এনে ভগবান বুদ্ধকে দান করে। তখন থেকে বৌদ্ধ ধর্মালম্বীরা এই পূর্ণিমাকে মধু পূর্ণিমা বলে এবং গুরুত্ব ও শ্রদ্ধার সাথে দিনটি উদযাপন করে।