খাগড়াছড়ির রামগড়ে ইউপিডিএফ প্রসীত গ্রুপ সন্ত্রাসীদের হাতে বিপনন কর্মকর্তাসহ ২জন অপহরণ

fec-image

খাগড়াছড়ির রামগড়ের যৌথ খামার এলাকায় একটি বেসরকারি কোম্পানির বিপনন কর্মকর্তাসহ ২জনকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। অপহৃতদের উদ্বারে যৌথ বাহিনীর অভিযান চলছে।

রবিবার(২৩ আগস্ট) দুপুর ১টার দিকে ফেনী থেকে খাগড়াছড়ি আসার পথে তাদের অপহরণ করা হয় বলে জানা যায়।

জানা গেছে, ফেনী থেকে প্লাস্টিক মালামাল নিয়ে একটি পিকআপ(ফেনী ন-১-১১৪১) রামগড়ের যৌথ খাবার এলাকায় পৌছালে ৩/৪জনের একদল দূর্বৃত্ত তাদের গাড়ীতে থাকা মার্কেটিং কর্মকর্তা মঞ্জুরুল আলম(৩৫) ও কর্মচরীর রাজু মিয়াকে ২৭) দুজনকে ধরে নিয়ে যায়। এসময় সন্ত্রাসীরা গাড়ীটির চাবিও নিয়ে যায়।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুজ্জান জানান, ঘটনার পরপরই অপহৃতদের উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান চলছে।

স্থানীয় সূত্র মতে, এ ঘটনায় ইউপিডিএফ প্রসীত গ্রুপের পিলাক ঘাট এলাকার পোস্ট কমান্ডারের নেতৃত্বে এ অপহরণের ঘটনা ঘটেছে বলে দায়ী করা হলেও এ বিষয়ে ইউপিডিএফ’র বক্তব্য পাওয়া যায়নি।

রামগড় থানা অফিসার ইনচার্জ মো. শামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গেছে। অপহৃতদের উদ্ধারে অভিযান চলছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইউপিডিএফ, যৌথ বাহিনী, রামগড়
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন