গুইমারায় বজ্রপাতে একজনের মৃত্যু


খাগড়াছড়ির গুইমারায় মনি বেগম (৩৫) নামের এক নারী বজ্রপাতে মারা গেছেন। মঙ্গলবার বিকাল ৩টার দিকে গুইমারা উপজেলার মুসলিম পাড়ায় বজ্রপাতে এ দুর্ঘটনা ঘটে।
মৃত মনি বেগম গুইমারা উপজেলার সদর ইউনিয়নের মুসলিমপাড়া এলাকার শরিয়তউল্লার স্ত্রী ও নোয়াখালী জেলার কবির হাট আজিজপুর গ্রামের মৃত ওমর আলীর বড় মেয়ে।
গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, মনি বেগম তার বাড়িতে কাজ করছিলেন। বিকাল ৩টার দিকে হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়। তার কিছুক্ষণ পর বজ্রপাতে তিনি আহত হয়ে মাটিতে পড়ে যায়। এ সময় স্থানীয় লোক জন মিলে তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাপ্রবাহ: গুইমারায়, বজ্রপাতে, মৃত্যু
Facebook Comment