গুইমারায় শীতার্ত অসহায় মানুষের পাশে উপজেলা প্রশাসন
হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন, দুর্গম এলাকায় শীত জেঁকে ধরেছে সবাইকে। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে পাশে দাঁড়ালো গুইমারা উপজেলা প্রশাসন ।
রবিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় গুইমারা উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের অক্ষয়মনি পাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।
শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশ্যে ইউএনও বলেন, এসব এলাকায় তীব্র শীত পড়ছে। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসনের পক্ষে থেকে এখানে এসেছি। এগুলো সরকারের মানবিক সহায়তার একটা অংশ।
বিতরণকালে স্থানীয় ইউপি সদস্য দিদারুল আলম, স্থানীয় কারবারি সুনীতি চাকমা, মো. হারুণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলন।