গুইমারায় শীতার্ত অসহায় মানুষের পাশে উপজেলা প্রশাসন

fec-image

হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন, দুর্গম এলাকায় শীত জেঁকে ধরেছে সবাইকে। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে পাশে দাঁড়ালো গুইমারা উপজেলা প্রশাসন ।

রবিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় গুইমারা উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের অক্ষয়মনি পাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।

শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশ্যে ইউএনও বলেন, এসব এলাকায় তীব্র শীত পড়ছে। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসনের পক্ষে থেকে এখানে এসেছি। এগুলো সরকারের মানবিক সহায়তার একটা অংশ।

বিতরণকালে স্থানীয় ইউপি সদস্য দিদারুল আলম, স্থানীয় কারবারি সুনীতি চাকমা, মো. হারুণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উপজেলা প্রশাসন, গুইমারা, শীত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন