গুইমারায় সিন্দুকছড়ি জোনের মতবিনিময় সভা


শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোন সদরে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জোন অধিনায়ক লে. কর্নেল কাজী মোহাম্মদ কাউসার জাহান পিএসসি জির সভাপতিত্বে বুধবার সকালে সিন্দুকছড়ি জোনে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদিপ কারবারী, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মেমং মারমা, হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইন উদ্দিন, গুইমানা ,রামগড় ও মানিকছড়ি থানার দায়িত্বরত ওসিগণ।
এছাড়াও গুইমারা সাবজোন অধিনায়ক মেজর জুনায়েত বিন কবীর জি, সামরিক বাহিনীর পদস্থ কর্মকর্তা ছাড়াও জোনের দায়িত্বপুর্ণ এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি , শিক্ষক-সাংবাদিক, হেডম্যান-কার্বারী, ও সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
সভায় করোনার দ্বিতীয় ধাপ প্রতিরোধে বিভিন্ন প্রস্তাবনা, সরকারের উন্নয়নমূলক কাজে আঞ্চলিক সংগঠনের গোপন চাঁদাবাজি প্রতিরোধ, জোন এলাকায় নিরাপত্তা ও শান্তি ধারাবাহিকভাবে বজায় রাখাসহ অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলন বন্ধের বিষয়ে আলোচনা করা হয়।