গুইমারা সেনা রিজিয়নের উদ্যোগে অসহায়-দুস্থদের মাঝে আর্থিক সহায়তা ও ইফতার বিতরণ
বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক সহায়তা, ইফতার সামগ্রী বিতরণ ও ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
রবিবার (১৭ মার্চ) দুপুরে খাগড়াছড়ির গুইমারা সরকারি কলেজ মাঠে বিতরণ ও ফ্রি চিকিৎসা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম। এ সময় লক্ষীছড়ি জোন কমান্ডার লে. কর্নেল এএইচএম জুবায়ের, মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল মো. কামরুল হাসান, রিজিয়নের স্টাফ অফিসার মেজর খালেদ মোহাম্মদ সালাউদ্দিন, গুইমারা উপজেলা চেয়ারম্যান মেমং মারমা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২শ অসহায় পরিবারকে ইফতার সামগ্রী, চিকিৎসা সেবা, ১০ পরিবারকে সোলার প্যানেল, ২০ পরিবারকে সেলাই মেশিন, ১০ পরিবারকে ঢেউটিন, ৫০ পরিবারকে চিকিৎসা জন্য আর্থিক সহযোগিতা ও ১০ টি, মসজিদ ও মন্দিরে আর্থিক অনুদান প্রদান করা হয়।