খাগড়াছড়িতে শোক দিবস উপলক্ষে সেনা রিজিয়নের উদ্যোগে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

fec-image

খাগড়াছড়িতে নানা আয়োজন আর শ্রদ্ধা-ভালোবাসায় মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সকালে খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে বঙ্গবন্ধু বন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও শেখ রাসেল দেয়ালিকা উদ্বোধন করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা। পরে একে একে বাসন্তি চাকমা এমপি ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলমসহ অন্যানরা পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সদর জোন কমান্ডার কমান্ডার লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর মো. জাহিদ হাসান, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ কামাল উদ্দিন ও নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের প্রধান শিক্ষক রুশদীনা আখতার জাহান, উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

দিবসটি উপলক্ষে খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, জাতীয় শোক দিবস, বঙ্গবন্ধুর ম্যুরাল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন