আন্তর্জাতিক গুম দিবস: বিএনপির নেতা-কর্মীদের মুখে কালো কাপড়

গুমের শিকার ব্যক্তিদের স্মরণ ও ফেরত দেওয়ার দাবিতে খাগড়াছড়িতে মিছিল

fec-image

আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে খাগড়াছড়িকে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে ও গুমের শিকার ব্যক্তিদের তাদের পরিবারের কাছে ফেরত দেওয়ার দাবীতে মুখে কালো কাপড় বেধে মিছিল করেছে।

বুধবার (৩০ আগস্ট) দুপুরে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে খাগড়াছড়ি শহরের মিল্লাত চত্বর সড়ক থেকে একটি মিছিল বের হয়।

মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে দলীয় কার্যালয় হয়ে মিল্লাত চত্বর সড়কে এসে শেষ হয়। শ্লোগান বিহীন ও কালো ব্যানারের এ মিছিলে হাজারো নেতাকর্মী অংশ নেন।

মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে ওয়াদুদ ভূইয়া প্রতিটি গুমের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতে স্বাধীন এবং নিরপেক্ষ কমিশন গঠনের দাবী জানিয়ে বলেন, সরকার রাষ্ট্রীয় ক্ষমতা চিরস্থায়ী করতে গুমের মতো জঘন্যতম অপরাধের পথ বেছে নিয়েছে। এ সরকারের আমলে প্রায় ৬ শতাধিক বিএনপির নেতাকর্মীসহ বিরোধী মতের মানুষকে গুম হয়েছে। তিনি গুমের শিকার বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী ও সাবেক কমিশনার চৌধুরী আলমসহ নিখোঁজ ব্যক্তিদের অনতিবিলম্বে তাদের পরিবারের নিকট ফেরত দেওয়ার দাবী জানান।

এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সহ-সভাপতি মংসুইথোয়াই চৌধুরী, বেলাল হোসেন, ক্ষেত্র মোহন রোয়াজা, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, আবু তালেব, কোষাধ্যক্ষ মফিজুর রহমান, প্রচার সম্পাদক আহসান উল্লাহ মিলন, সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম রাসেল, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, যুগ্ম সম্পাদক কমল বিকাশ ত্রিপুরা, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন, সাধারণ সম্পাদক জাহেদুল আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবদুল্লাহ আল নোমান সাগর, জেলা কৃষক দলের সভাপতি পারদর্শী বড়ুয়া, সাধারণ সম্পাদক নীলপদ চাকমা, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি রতন ত্রিপুরা প্রমুখ, জেলা তাঁতী দলের সভাপতি আলমগীর মিয়া প্রমুখ।

নিউজটি ভিডিওতে দেখুন:

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন