চকরিয়ায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র্যাব
কক্সবাজারের চকরিয়ায় র্যাব-১৫ এর অভিযানের একটি টিম হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করতে গেলে হামলার শিকার হয় র্যাব সদস্যরা।
রবিবার (৩১ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগর ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাব-১৫ এর সদর কোম্পানির সিনিয়র সহকারী পরিচালক আইন, মিডিয়া ও অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘কক্সবাজারের চকরিয়া থানার একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি মো. রেজাউল করিম, নেজাম উদ্দিন ও জাহাংগীর আলমকে গ্রেপ্তার করতে সকালে র্যাব-১৫ কক্সবাজার সদর কোম্পানির একটি টিম সওদাগরঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আসামি ও তাদের পরিবারের সদস্যসহ এক থেকে দেড় হাজার নারী-পুরুষ দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে। র্যাব পাল্টা আক্রমণ চালালে লোকজন হতাহত হতে পারে বিবেচনা করে অভিযান বিরত রাখা হয়।’
তিনি আরও বলেন, ‘হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘হামলার ঘটনায় এখনো র্যাব থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।