চকরিয়ায় দুই নারী প্রার্থীকে নৌকা মনোনয়ন দিয়ে চমক

fec-image

আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় ধাপে দেশের এক হাজার সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন। উক্ত নির্বাচনে চেয়ারম্যান পদে কক্সবাজারের চকরিয়া উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। উক্ত নির্বাচনে ২টি ইউনিয়নের মধ্যে দুই নারী প্রার্থীকে মনোনয়ন দিয়ে বড় ধরণের চমক দেয়া হয়েছে।

গত সোমবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলটির স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভায় দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়। মনোনয়ন বোর্ডের মুলতবি সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার বিকেল দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

এদিকে, চকরিয়া উপজেলায় ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রথম বারের মতো দুই নারী প্রার্থীকে দলীয় নৌকা প্রতীকে মনোনয়ন দিয়ে চমক দেখিয়েছে মনোনয়ন বোর্ড। ইতিমধ্যে তারা নির্বাচনে ভোট যুদ্ধে মাঠে নামতে সব ধরণের প্রস্তুতিও নিয়ে ফেলেছে বলে তাদের পারিবারিক সূত্রে জানায়।

দুই নারী প্রার্থীর মধ্যে কৈয়ারবিল ইউনিয়নে দলীয় প্রতীকে মনোনয়ন পেয়েছে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক জন্নাতুল বকেয়া রেখা। অপরদিকে পূর্ব বড় ভেওলা ইউনিয়নে মনোনয়ন পেয়েছে সম্প্রতি সময়ে জমি সংক্রান্ত বিরোধে সন্ত্রাসীদের হাতে নিহত সাবেক ছাত্রনেতা নাছির উদ্দিন নোবেল এর সহধর্মিনী ফারহানা আফরিন মুন্না। তবে, দলীয় প্রতীকে মনোনয়ন পাওয়া ভাগ্যবান এ দুই নারী উপজেলায় প্রথম বারের মতো চেয়ারম্যান পদে অংশ গ্রহণ করা অনেকটা দলের ও নেতাকর্মীদের জন্য বড় ধরণের চমক বলেও মন্তব্য করেছেন সচেতনমহল।

মূলত: তৃণমূলে নারী নেতৃত্ব বিকশিত করার লক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের ইউপি নির্বাচনে নারীদের অগ্রাধিকার ভিত্তিতে মনোনয়ন দেওয়াটা একটি যুগান্তকারী প্রদক্ষেপ এবং ভিশন বলে দাবি করেছেন দলটির নেতাকর্মীরা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন