চকরিয়ায় বাসের ধাক্কায় রেললাইন শ্রমিক নিহত
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং নোয়াবাজার এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় রেললাইন শ্রমিক মো. ইসমাইল (২৬) নিহত হয়েছেন। ৪ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল পূর্ব বড় ভেওলা ইউনিয়নের নয়া পাড়ার মো. আবুল কালামের ছেলে।
নিহতের মামা শিক্ষক মো. মানিক বলেন, আমার ভাগিনা নির্মাণাধীন রেললাইনে শ্রমিকের কাজ করে। শনিবার সকাল ১০টার দিকে কর্মস্থলে যেতে হারবাং নোয়াবাজার এলাকার হাইস্কুলের সামনে হেঁটে সড়কের একপাশ থেকে অন্যপাশে যাচ্ছিল ইসমাইল। হঠাৎ কক্সবাজার থেকে চট্টগ্রামমূখী হানিফ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে সড়কের উপর লুটে পড়ে। সংজ্ঞাহীন ইসমাইলকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিরিংগা হাইওয়ে পুলিশের এসআই টিটো কুমার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই হানিফ বাসটি পালিয়ে যায়। হাসপাতালে গিয়ে নিহতের ঘটনা ও পরিচয় নিশ্চিত হই। বাসটি ধরতে চেষ্টা চলছে।