চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ ৩ উপজাতি অস্ত্র কারবারি গ্রেফতার

fec-image

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলিসহ ৩ অস্ত্র কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে টেকবাজার পুল এলাকা তাদের গ্রেফতার করা হয়।

এরা হলো, মিদোক মারমা (৪২), উহলাঞো মারমা (৪০) ও মুইচিং মারমা (২৩)।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, টেকবাজার এলাকার একটি ভবনে কয়েকজন উপজাতি অস্ত্রকারবারি অবস্থান করছে এমন তথ্যে বৃহস্পতিবার রাতে সেখানে অভিযানে যায় পুলিশের একটি দল।

পরে অভিযান চালিয়ে তিন অস্ত্র কারাবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে যুক্তরাষ্ট্রের তৈরি ৭.৬৫ মিমি একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, বিভিন্ন সময়ে বান্দরবানসহ বিভিন্ন এলাকা থেকে নানা ধরনের বিদেশি আগ্নেয়াস্ত্র সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরসহ পার্শ্ববর্তী এলাকায় বিক্রি করতো। গেপ্তার ৩ জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই নিয়ে নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, আটককৃত উপজাতিরা পার্বত্য চট্টগ্রামের কোনো আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী দলের সঙ্গে সম্পৃক্ততা থাকতে পারে। তারা পাহাড় থেকে এই অস্ত্র দেশের বিভিন্ন এলাকায় পাচার করে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন