চেঙ্গী নদীতে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরে এলেন এক ট্রাক চালক
দুলাল হোসেন, খাগড়াছড়ি থেকে:
খাগড়াছড়ির চেঙ্গী নদীতে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরে এলেন খায়রুল ইসলাম নামের এক ট্রাক চালক। আজ বৃহস্পতিবার দুপরের চেঙ্গী নদীর শান্তিনগর এলাকা থেকে তার লাশ উদ্বার করে এলাকাবাসী।
জানা যায়, আজ বৃহস্পতিবার সাড়ে বারোটার দিকে খায়রুল ইসলাম চেঙ্গী নদীতে ঝাল নিয়ে মাছ ধরতে যায়্ কিন্তু বাসায় ফিরে আসতে দেরী হওয়ায় তার আতিœয় স্বজন ও এলাকাবাসী নদীতে খুজতে গিয়ে শান্তিনগর নদীর পাশে তার লাশ ভাসতে দেখে। পরে তাকে বাসায় নিয়ে এসে প্রয়োজনীয়তা শেষে খাগড়াছড়ির কেন্দ্রিয় কবরস্থানে দাফন করা হয়েছে। ধারনা করা হচ্ছে জ্বিনের আচরের প্রভাবে তার মৃত্য হতে পারে।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, মাছ ধরতে গিয়ে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছি। তবে কিভাবে তার মৃত্য হয়েছে তা এখনো জানা যায়নি।