জনতাবাজার-গোরকঘাটা সড়কে টহল বাহিনীর চাদাঁবাজি: ব্যবসায়ীদের হয়রানি

fec-image

বনবিভাগের আওতাধীন মহেশখালী উপজেলার শাপলাপুর বনবিটের টহল বাহিনীর চাদাঁবাজি থেমে নাই। জনতাবাজার -গোরকঘাটা সড়কের চালিয়াতলী বালুর ডেইল এলাকায় লাকড়ি ও বাঁশবাহি গাড়ি থামিয়ে বেপরোয়া চাঁদাবাজি করার গুরুতর অভিযোগ উঠেছে বনবিট কর্মকর্তাদের প্রধান নুর হোসেন ও তার ফোর্সের বিরুদ্ধে।

জানা গেছে, বিভিন্ন অজুহাত দেখিয়ে ২ থেকে ৩ হাজার টাকা নিয়ে লাকড়ি ভর্তি গাড়ি ছেড়ে দিচ্ছে ধান্ধাবাজ টহল বাহিনী। ফলে হয়রানির শিকার হচ্ছে ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা।

মহেশখালী উপজেলার শাপলাপুর বনবিভাগ (ফরেষ্ট) টহল বাহিনী নামক গঠন করা দলটি ব্যাপকহারে চাঁদাবাজি শুরু করে দিয়েছে-চিংড়ী ঘের, পাহাড় কাটা, গাছ কাটা, লাকড়ি ভর্তি ট্রাক আটকে চাঁদা আদায়সহ এমন কোন অপকর্ম নাই তারা করছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের।

তাদের পরিচয়-টহল বাহিনীর দলনেতা নুর হোসেন, কবির আহমদ ও মাসুদ চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। এ ব্যাপারে সচেতন লোকজন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তেক্ষেপ কামনা করেছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চাঁদাবাজি, টহল বাহিনী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন