জনদুর্ভোগ নিরসন করলেন মহালছড়ি সেনাজোন

fec-image

খাগড়াছড়ি জেলার মহালছড়ি জোনের উদ্যোগে ১৩ সেপ্টেম্বর রাতে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে মাইসছড়ি বাজার সংলগ্ন পানি নিষ্কাশনের সুইচগেটটি ময়লা-আবর্জনায় এসে পানি নিষ্কাশন বন্ধ হয়ে যায়। ফলে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়ক ও তৎসংলগ্ন আশেপাশের এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। যার দরূন যানবাহন চলাচলে বিঘ্ন ও সাধারণ জনগণ চরম দুর্ভোগে পরে।

বিষয়টি খবর পেয়ে মহালছড়ি জোনের জোন অধিনায়ক লে. কর্নেল শাহরিয়ার শাফকাত ভূঁইয়া পিএসসি এর নির্দেশে বিজিতলা সাবজোনের একটি টহল উক্ত স্থানে এসে স্থানীয় লোকজনের সাথে সমন্বয়ের করে সুইচগেটে আটকে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন, ফলে সুইচগেট দিয়ে পানি নিষ্কাশন স্বাভাবিক হয় এবং রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এদিকে মহালছড়ি জোনের সেনা সদস্যদের এমন উদ্যোগে এলাকার স্থানীয় জনগণ অনেক খুশি হয় এবং সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন