টেকনাফে র্যাবের অভিযানে আটক ১৫


কক্সবাজারের টেকনাফ পৌরসভায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ১৩ জন রোহিঙ্গা, বাড়ির মালিক ও কেয়ারটেকারকে আটক করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন।
টেকনাফ পৌরসভার ৩ নং ওয়ার্ডের কে কে পাড়া এলাকায় আব্দুল্লাহ ম্যানশন নামক একটি বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে রোহিঙ্গা ক্যাম্প হইতে অবৈধ ভাবে ক্যাম্পের বাহিরে বসবাস করায় তাদের আটক করা হয়। ধৃতদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে র্যাবের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান- কিছু রোহিঙ্গা অবৈধভাবে রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের বাহিরে অবস্থানের খবর পেয়ে র্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি দল গত সোমবার গভীর রাতে পৌরসভার কে কে পাড়ায় আবদুল্লাহ ম্যানশন নামের একটি বাড়িতে অভিযান চালায়। এসময় ওই বাড়িতে রোহিঙ্গা ক্যাম্প হতে এসে অবৈধ ভাবে রোহিঙ্গারা বসবাস করছে। এসময় ক্যাম্প ছেড়ে ওই বাড়িতে বসবাস করায় ১৩ জন রোহিঙ্গা শরনার্থী ও তাদের আশ্রয়দাতা বাড়ির মালিক আবদুল্লাহ ও কেয়ারটেকার মো. ফৈয়াজকে আটক করা হয়।
তারা হচ্ছেন- আশ্রয়দাতা টেকনাফ পৌরসভার কে কে পাড়ার মৃত ওমর হামজার পুত্র আব্দুল্লাহ (২৭) ও কেয়ারটেকার মৃত হাসান শরীফের পুত্র মোঃ ফৈয়াজ (৬৫)।
আটককৃত সকলকে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
এদিকে উখিয়া টেকনাফের বিভিন্ন এলাকায় রোহিঙ্গা ক্যাম্পের বাইরে এসে অনেক রোহিঙ্গা পরিবার ভাড়া বাসা নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। তারা এলাকায় মাদক, মানবপাচারসহ বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত থাকার অভিযোগ উঠেছে। ক্যাম্পের বাইরে বসবাসকারী রোহিঙ্গাদের আটকের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান জরুরি বলে মনে করেন সচেতন মহল।

















