টেকসই প্রত্যাবাসন নিশ্চিত না হলে রোহিঙ্গাদের ফেরত নয়: পররাষ্ট্র সচিব

fec-image

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সঙ্গে ‘সরল বিশ্বাসে’ (ইন গুড ফেইথ) আলোচনা অব্যাহত রাখবে বাংলাদেশ। তবে টেকসই প্রত্যাবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

রবিবার (১৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সচিব বলেন, বাংলাদেশ চায় না রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর পর তা থেমে যাক। তিনি আরও বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- বাংলাদেশ যদি টেকসই বিষয়ে পুরোপুরি নিশ্চিত না হয়, বা শুরু করলে এটি ধারাবাহিকভাবে সামনের দিকে এগিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমরা সরল বিশ্বাসে তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাব।’

মিয়ানমারের মনে কী আছে তা সময় বলে দেবে উল্লেখ করে পররাষ্ট্র সচিব বলেন, ‘আমরা সরল বিশ্বাসে তাদের সঙ্গে যোগাযোগ রাখছি এবং গত পাঁচ-ছয় মাসে তাদের দিক থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি। সময় বলে দেবে আগামী ছয় মাসে এটি টেকসই হবে কিনা।’

পররাষ্ট্র সচিব বলেন, টেকসই প্রত্যাবাসনের ওপর জোর দিচ্ছে বাংলাদেশ। অর্থাৎ শুরু করার পর সেটি থেমে যাক, এটি চায় না সরকার।

এ বিষয়ে পররাষ্ট্র সচিব বলেন, ‘১১ লাখকে আমরা স্থান দিয়েছি এবং তাদের দেখভাল করছি গত পাঁচ বছরের বেশি সময় ধরে। আন্তর্জাতিক সম্প্রদায়ও আমাদের সাহায্য করছে। সুতরাং, প্রত্যাবাসন টেকসই হবে এ বিষয়ে আমরা নিশ্চিত না হলে বাংলাদেশ রোহিঙ্গাদের ফেরত পাঠাবে না।’

পুরো পরিকল্পনা অর্থাৎ প্রথম ব্যাচের পরে দ্বিতীয় ব্যাচের কী হবে, ফেরত যাওয়ার মোট সময় কত দেয়া হবে, আমাদের সঙ্গে মিয়ানমারের অ্যারেঞ্জমেন্টে কিছুটা বলা আছে। কিন্তু প্রতিটি ধাপ বলা নেই বলে জানান পররাষ্ট্র সচিব।

তিনি বলেন, ‘আমরা যখন তাদের সঙ্গে সম্মত হবো প্রথম ব্যাচ পাঠানোর জন্য এবং তারপরের পদক্ষেপগুলো কী হবে, সেগুলো সম্পর্কে তাদের কাছ থেকে আমাদের সুস্পষ্ট ধারণা নিতে হবে। না হলে এটি টেকসই হবে না।’

মাসুদ বিন মোমেন বলেন, ‘প্রত্যাবাসন টেকসই হওয়ার পরে রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে। আপনারা যেভাবে দেখছেন বিষয়টি আসলে সেরকম নয়।’ এটি কালকে শুরু হয়ে যাবে বা পরশু শুরু হয়ে যাবে, বিষয়টি সে রকম নয় বলে তিনি জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন