তুরস্কের মত বদল, ফিনল্যান্ড অবশেষে ন্যাটোভুক্ত

ভোটাভুটিতে ফিনল্যান্ডের সদস্য হওয়ার আবেদনের পক্ষে সমর্থন জানান ২৭৬ তুর্কি আইনপ্রণেতা। ফলে, যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের সামরিক জোট ন্যাটো’র ৩১তম সদস্য হতে যাচ্ছে ফিনল্যান্ড।
বৃহস্পতিবার (৩০ মার্চ) নিজস্ব পার্লামেন্টে তুরস্ক অনুমোদন দেয়ায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।সামরিক জোটে যুক্ত হওয়ার পথে হেলসিংকির আর কোনো বাধা রইলো না। খবর বিবিসির।
একমাস আগেও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান জানিয়েছিলেন, সন্ত্রাসে ইন্ধন দেয় এমন কোনো দেশকে ন্যাটোর সদস্য হিসেবে দেখতে চায় না আঙ্কারা। শর্ত দেন, সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে হবে। পাশাপাশি, প্রতিরক্ষা সরঞ্জাম রফতানির ওপর থেকে বিধি-নিষেধ তুলে নিতে হবে।
ঘটনাপ্রবাহ: অবশেষে, তুরস্ক, ন্যাটোভুক্ত
Facebook Comment