দীঘিনালায় ২শ পঞ্চাশ পরিবারের মাঝে সোলার প্যানেল বিতরণ


দীঘিনালায় দুর্গম এলাকায় বসবাসরত জনগণের মাঝে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ মে) সকালে উপজেলার বোয়ালখালী ইউনিয়ন পরিষদ মাঠে ২শ একান্ন পরিবারের মাঝে সোলার প্যানেল বিতরণ করা হয়।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন “পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প-২য় পর্যায় শীর্ষক” বাস্তবায়ন করা হয়।
সোলার প্যানেল বিতরণ অনুষ্ঠানে বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবু চয়ন বিকাশ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের “পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত একায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প-২য় পর্যায়” শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ কাশেম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা।