নাইক্ষ্যংছড়িতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা, দূর্যোগ প্রশমন, চোরাচালান টাস্কফোর্স ও বিশ্ব হাত ধোয়া দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।
এই সময় তিনি বলেন,“সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো চোরাচালান ও মাদক পাচার। এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতা ও প্রস্তুতি নিয়ে কাজ করছে। সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে এগিয়ে এসে আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখতে হবে।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে করণীয় নির্ধারণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন— নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র সহকারী পরিচালক এডি আল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক, উপজেলা  স্বাস্থ্য  কমপ্লেক্সের  ডাক্তার সাইফুল ইসলাম , উপজেলা সহকারী  প্রকৌশলী মোঃ রুবেল ,উপজেলা স্বাস্থ্য প্রকৌশলী শাহ আজীজ,উপজেলা শিক্ষা অফিসার আখতার উদ্দিন,বাইশার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম দোছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইমরান,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষিকাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এসময় বাইশারী  ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অসাধারণ অবদান রাখায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাইশারী  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলম কোম্পানী কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নাইক্ষ্যংছড়ি, প্রশাসন, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন