নাইক্ষ্যংছড়িতে অস্ত্র উদ্ধার


বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার নাইক্ষ্যংছড়ি-১১বিজিবি কর্তৃক দেশীয় তৈরি অস্ত্র ও শিসা-বারুদ উদ্ধার করেছে ১১ বিজিবির নিকুছড়ি বিওপি।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন দৌছড়ি ইউনিয়নের নিকুছড়ির গহিন জঙ্গলে ১১ বিজিবির নিকুছড়ি বিওপি টহল দলের হাবিলদার লুৎফর রহমান এর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে ০১টি দেশীয় এক নালা বন্দুক, শিসা ১৭টি, বারুদসহ প্লাষ্টিকের বোতল ০১টি, কসটেপ ০১ টি, মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
উদ্ধারকৃত অস্ত্র ও মালামাল নিকুছড়ি ক্যাম্প/বিওপিতে রয়েছে। বর্তমানে নাইক্ষ্যংছড়ি থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। বিষয়টি নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি-১১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহ আবদুল আজিজ আহমেদ বলেন, সিমান্তে অবৈধ অস্ত্রধারী ও ইয়াবা পাচারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।