নাইক্ষ্যংছড়িতে হত্যা মামলার প্রধান দু’আসামি গ্রেফতার, খুনের কথা স্বীকার

নাইক্ষ্যংছড়িতে মোটরসাইকেল চালক হত্যামামলার প্রধান দু’আসামী গ্রেপ্তার, খুনের কথা স্বীকার করেছে ধৃতরা। বিষয়টি নিশ্চিত করেছেন এ মামলার তদন্তকারী কর্মকর্তা শূভস রায়।
তিনি জানান, বাইকচালক শহীদুল ইসলামের হত্যা মামলায় ৯ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়েন করা হয়েছে। মামলার বাদী হন নিহতের ভাই আলী আকবর।
তিনি আরো জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে তিনি দ্রুত আসামি আটকে তৎপর রয়েছেন। ইতিমধ্যে হত্যার সাথে জড়িত প্রধান ২ আসামীকে গ্রেপ্তার করেছেন তিনি। এদের একজন রাজিয়া বেগম (১৮) সে হত্যা মামলার প্রধান আসামি।
তাকে গত মঙ্গলবার সন্ধায় করে পুলিশ। আর এ হত্যা মিশনের প্রধান মো আনোয়ারকে (৩০) বৃহস্পতিবার রাতে ঈদগড় বাজার এলাকা থেকেআটক করা হয়।তিনি আরা জানান,আসামীরা খুনের ঘটনার কথা স্বীকার করেছেন পুলিশর কাছে।