মা‌টিরাঙ্গায় ইসলাম ধর্ম অবমাননায় হিন্দু যুবক গ্রেফতার

fec-image

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় মুসলমানদের কোরবা‌নি নি‌য়ে ধর্মীয় অনুভ‌তি‌তে আঘাত করে ফেসবু‌কে উচকা‌নি মুলক স্ট‌্যাটাস দেয়ার দা‌য়ে” প্রিয় সেতু শিল্পা‌লয়ে”র মা‌লিক রন‌জিত ব‌নিক কে গ্রেফতার ক‌রে‌ছে পুলিশ। সে মা‌টিরাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ড ব‌লি‌টিলার ম‌নোরঞ্জন ব‌নিকের ছে‌লে।

শুক্রবার (৫ এপ্রিল) সকা‌লের দি‌কে মা‌টিরাঙ্গা বাজার হ‌তে তা‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। মুসলমানদের ২য় বৃহত্তর ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল আযহা পালন কা‌রি‌দের রাজাকার সন্তান আখ্যা দি‌য়ে রঞ্জিত বণিক তার ফেসবুকে লেখেন, “বাংলাদেশে অনেক রাজাকার ছিল। যে রাজাকারের বীজ বপন করা সন্তানেরা মনে করে গরু কোরবানি দেওয়া একটা উৎসব। কোরবানির মাংস খাওয়ার দাওয়াত দেওয়া। গরুর মাংস খাওয়া। এটা নাকি ধর্ম যার যার উৎসব সবার। কোরবানি শব্দের অর্থ নিজের মনে যত হিংস্রতা সবকিছুর ত্যাগ করা হলো কোরবানি। আর এখন শুনি গরুর মাংস উৎসব। উৎসব শব্দের অর্থ গরুর মাংস। হায়রে শিক্ষিত জাতি”।

ফেসবুক স্ট্যাটাসের কিছুক্ষণ পর তা ডিলিট ক‌রে দেন রন‌জিত ব‌নিক। ততক্ষণে সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে ছড়িয়ে পড়ে। এতে এলাকার মানুষ ক্ষিপ্ত হ‌য়ে উ‌ঠে।

মা‌টিরাঙ্গা স‌ম্মি‌লিত ইসলাম প্রচার সংস্থার সাধারণ সম্পাদক মো. র‌হিম উল‌্যাহ, খিদমাতুল উম্মাহ ফাউ‌ন্ডেশনের সভাপ‌তি মুফ‌তি আব্দুল হান্নান ও ইকরা ও‌য়েল ফেয়ার ফাউ‌ন্ডেশ‌নের চেয়ারম‌্যান আলাউ‌দ্দিন আল হেলালর‌ নজিত ব‌নি‌কের ফেসবুক স্ট্যাটাসের তীব্র নিন্দা জা‌নি‌য়ে দৃষ্টান্ত মুলক শা‌স্তি দা‌বি ক‌রেন।

মা‌টিরাঙ্গা কেন্দ্রীয় মসজিদের ইমাম হারুন অর র‌শিদ ঘটনার তীব্র নিন্দা জা‌নি‌য়ে বলেন, ইমলাম সাম্প্রদায়িকতা সমর্থন ক‌রেনা। ইসলাম শা‌ন্তির ধর্ম। তাই এলাকার শা‌ন্তি বজায় রাখ‌তে ধর্মীয় অনুুভু‌তি‌তে আঘাতকারী রন‌জিত ব‌নি‌কের দৃষ্টান্ত মুলক শা‌স্তি দা‌বি ক‌রেন তি‌নি।

মাটিরাঙ্গা ৬নং পৌর ওয়ার্ড কাউ‌ন্সিলর শহীদুল ইসলাম সোহাগ ঘটনার তীব্র জা‌নি‌য়ে জা‌নি‌য়ে ব‌লেন, অসাম্প্রদায়িক শা‌ন্তির জনপদ মা‌টিরাঙ্গায় ধর্মীয় উসকানি দি‌য়ে পরিবেশ অশান্ত করার চেষ্টা কর‌া হ‌চ্ছে। যারা এমন কর্মকাণ্ডের সা‌থে জ‌ড়িত তা‌দের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক দা‌বি ক‌রেন তি‌নি।

মা‌টিরাঙ্গা থানা অ‌ফিসার ইনচার্জ কমল কৃঞ্চ ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে বলেন,ঘটনা শোনার সা‌থে সা‌থে মা‌টিরাঙ্গা বাজার এলাকায় অভিযান পরিচালনা ক‌রে রন‌জিত বণিককে গ্রেফতার করা হ‌য়ে‌ছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন