নানিয়ারচরে ইউপিডিএফ’র ঘাটিতে অভিযান


রাঙামাটির নানিয়ারচর উপজেলাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ইউপিডিএফ’র (প্রসীত গ্রুপ) আস্তানা সনাক্ত করে তা ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার বগাছড়ি এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
নিরাপত্তা বাহিনীর অভিযানে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ইউপিডিএফ’র (মূলদল) সশস্ত্র সন্ত্রাসীদের একটি আস্তানা খুঁজে পায় এবং সেখান থেকে চাঁদা আদায়ের রেজিস্টার, খরচের বিবরনী, রান্নার সরঞ্জামাদি, ক্রোকারিজ, কাপড়-চোপড়, জুতা, ঔষধ, মোবাইল চার্জার এবং খাদ্য দ্রব্য উদ্ধার করা হয়।
অন্যদিকে নিরাপত্তার বাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘাঁটিতে অবস্থানরত সশস্ত্র সন্ত্রাসীরা আগেই পালিয়ে যায়। পরবর্তীতে সেনা অভিযান দল স্থাপিত ঘাঁটিটি আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয়।
নিরাপত্তা বাহিনীর সূত্রে জানানো হয়- দীর্ঘদিন ধরে উপজেলার আওতাধীন বামে বগাছড়ি এলাকায় ইউপিডিএফ (মূলদল) এই ঘাটিটি স্থাপন করা হয়। এখানে সশস্ত্র সন্ত্রাসীদের বিভিন্ন প্রশিক্ষন ও নানা ধরনের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করা হচ্ছে।