পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাত


রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার ২ নং ওয়ার্ডের পশ্চিম মুসলিম ব্লক এলাকায় ছুরিকাঘাতে রিয়াদ হোসেন (২২) নামে এক যুবক আহত করা হয়েছে। শুক্রবার বিকল ৫টায় পাওনা টাকা চাইতে গেলে কথাকাটাকাটির সময় সোহেল ও সুমন নামের দুই ভাইয়ের সাথে হাতাহাতি হয়। একপর্যায়ে রিয়াদ হোসেনের পেটে ও মাথায় ছুরি দিয়ে আঘাত করে তারা। এসময় রক্তাক্ত অবস্থায় রিয়াদকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা । পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে উত্তেজিত জনতা অভিযুক্ত সোহেল ও সুমনকে গণপিটুনি দেয়। বাঘাইছড়ি থানার ওসি হুমায়ূন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এই ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযুক্তদের চিকিৎসা চলছে সুস্থ হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ঘটনাপ্রবাহ: ছুরিকাঘাতে
Facebook Comment