পাকুয়াখালী গণহত্যার বিচার চায় পার্বত্য অধিকার ফোরাম

fec-image

পাকুয়াখালীতে নির্মম কাঠুরিয়া হত্যাকান্ডের বিচার চেয়ে সাংবাদিক সম্মেলন করেছে পার্বত্য অধিকার ফোরাম। রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাব হলরুমে সাংবাদিক সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য অধিকার ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা।

এ সময় সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয়ক মো: সাদ্দাম হোসেন, কেন্দ্রীয় অর্থ সম্পাদক রবিউল ইসলাম, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।

সাংবাদিক সম্মেলনে বলা হয়, ১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর রাঙ্গামাটির পাকুয়াখালীতে ৩৫জন কাঠুরিয়াকে ডেকে নিয়ে শান্তিবাহিনীর সদস্যরা নির্মমভাবে হত্যা করে। যাদের মধ্যে ২৮ জনের মরদেহ খুঁজে পাওয়া গেলেও ৭ কাঠুরিয়ার মরদেহ খুঁজে পাওয়া যায়নি। দীর্ঘ ২৩ বছর পেরিয়ে গেলেও এখনো এই ঘটনার বিচার পায়নি স্বজনরা।

এ সময় আরো বলা হয়, বিচারহীনতার সংস্কৃতির কারণে পাহাড়ে খুন, অপহরণ, চাঁদাবাজি বন্ধ করা সম্ভব হচ্ছেনা। তাই পাকুয়াখালী গণহত্যাসহ সকল হত্যাকান্ডের তদন্ত করে বিচার প্রক্রিয়া শুরু করাসহ ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানানো হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন