পানছড়ি বাজার উন্নয়ন পরিচালনা কমিটির সভাপতি ইউসুফ ও সাধারণ সম্পাদক কাশেম
দীর্ঘ কয়েক বছর পর ভোটারদের স্বতঃস্ফূত অংশগ্রণে খাগড়াছড়ির জেলার পানছড়ি বাজার উন্নয়ন পরিচালনা কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৩টা থেকে পানছড়ি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ভোটাররা ছুটে আসেন তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করতে।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী কোন প্রাথী না থাকায় একক প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন।
গোপন ব্যালেটের মাধ্যমে অনুষ্ঠিত এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে দুইজন, কোষাধক্ষ্য পদে দুইজন, দপ্তর সম্পাদক পদে দুইজন ও প্রচার সম্পাদক পদে তিনজন প্রার্থী অংশ নেয়।
ভোট গণানা শেষে সাধারণ সম্পাদক পদে মো. আবুল কাশেম, কোষাধ্যক্ষ পদে মো. মহসিন ছরোয়ার, দপ্তর সম্পাদক পদে মো. খলিলুর রহমান ও প্রচার সম্পাদক পদে মাসুদ আলম বাবু নির্বাচিত হয়েছেন।
সুষ্ঠু ও সুন্দর এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন পানছড়ি উপজেলা বিএনপি’র সভাপতি মো. বেলাল হোসেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো. আবদুল আজিজ, ৩নং পানছড়ি ইউনিয়ন পরিষদের সচিব মো. নজরুল ইসলাম, মো. নাছির উদ্দিন, মো. আক্তার হোসেন ও মো. ছোলেমান।