পানছড়িতে নব নির্মিত আনেন্দা বৌদ্ধ বিহারের উদ্বোধন
পানছড়ির আচাই মহাজন পাড়ায় নবনির্মিত আনেন্দা বৌদ্ধ বিহারের উদ্বোধন করা হয়েছে।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন।
এ উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় বৌদ্ধ বিহার মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিহারের সম্পাদক রুমেল মার্মার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন চাইন্দা মিজু মহাথেরো, সুদেমা মহাথেরো, ইন্দাসারা মহাথেরো, ৩নং পানছড়ি ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেন, সাংবাদিক নুরুল আজম, মংসাথোয়াই চৌধুরী প্রমুখ।
এ সময় ভিক্ষু আবাসন দ্বিতল ভবনের ভিত্তি প্রস্তরও স্থাপন করা হয়।
অনুষ্ঠানে নব নির্মিত বুদ্ধ বিম্ব অভিষেক, ২৪ ঘন্টাব্যাপী পটঠান পাঠ সংঘদান ও অটঠ পরিকখার দানসহ নানাবিধ দানানুষ্ঠান হয়।
এ সময় জেলার মারমা সম্প্রদায়ের ভান্তেরা উপস্থিত ছিলেন। এলাকার মংলা প্রু কার্বারী মন্দির নির্মাণের জন্য জায়গাটি দান করেন।