পানছড়িতে পানিতে ডুবে ভাইবোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু
পানছড়িতে পানিতে ডুবে ভাইবোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্য ঘটেছে। মৃত খুমবারটি ত্রিপুরা (৮), আব্রাহাম ত্রিপুরা (৫) আপন ভাইবোন। তারা কারিগড় পাড়ার সুমন ত্রিপুরার সন্তান। প্রতিবেশী প্রাণটি ত্রিপুরা (৭) তাপস কান্তি ত্রিপুরার সন্তান।
শুক্রবার(৩০এপ্রিল ) সকাল দশটায় উপজেলার ৪নং লতিবান ইউপির কারিগড় পাড়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এলাকার ইউপি সদস্য কিরণ লাল ত্রিপুরা, প্রতিবেশী ওমর জ্যোতি ত্রিপুরা ও দীপংকর ত্রিপুরা জানান, তিন শিশু মিলে বাড়ির পাশে বাঁধ দেয়া ছড়ায় সবার অজান্তে গোসল করতে গেলে এ ঘটনা ঘটে। অনেক খোঁজাখুঁজির পর ছড়ার পানিতে ভাসতে দেখে তাদের উদ্ধার করে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্য চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. শ্যামল চাকমা জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
পানছড়ি থানার ওসি মোহাম্মদ দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।