পানছড়িতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মে দিবস পালিত
এবারের মে দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল “শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”। বিশ্বের শ্রমজীবি মানুষের অধিকার আদায়ের এই দিনে পানছড়ি উপজেলা শ্রমিক লীগ সাজিয়েছিল নানান আয়োজন। যার শুরুতেই ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন।
এ সময় সকাল সাড়ে নয়’টা থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মোমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক উৎপল চৌধুরী (উজ্জল)।
যুবলীগের সাধারণ সম্পাদক মো. নাজির হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
র্যালী পরবর্তী আলোচনায় সভাপতিত্ব করেন, উপজেলা শ্রমিক লীগ সভাপতি মো. আবদুল হাই। এতে সার্বিক সহযোগিতা প্রদান করেন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন।
আলোচনায় বক্তারা বলেন, শিল্প ও শ্রমবান্ধব বর্তমান সরকার শ্রমিকের সার্বিক কল্যাণ সাধন ও দক্ষতা বৃদ্ধিতে একনিষ্ট ভাবে কাজ করে যাচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন, ৩নং পানছড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ওবায়েদুল হক আবাদ, ৫নং উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান মো.আহির উদ্দিন প্রমুখ।
নিউজটি ভিডিওতে দেখুন: