পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৬ বছর পূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৬ বছর পূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা আয়োজন করা হয়। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে বুধবার (১৫ নভেম্বর) সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী অপুর সভাপতিত্বে এবং জেলা পরিষদে নির্বাহী কর্মকর্তা টিটন খীসা উপস্থাপনায় মূখ্য নির্বাহী কর্মকতা সুমন চৌধুরী, জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুযা, শতরুপা চাকমা, নীলোৎপল খীসাসহ জেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক ব্যক্তিত্বসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
ঘটনাপ্রবাহ: পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাইশ বছর, বর্ষপূতি
Facebook Comment