ঘুমধুমে ভাড়াটিয়ার হামলায় জমির মালিক আহত

fec-image

বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী এলাকায় ভাড়াটিয়া বিবিএম ইটভাটার মালিক ফরিদ আহামদ কর্তৃক জমির মালিক সিরাজুল হকের উপর হামলার অভিযোগ উঠেছে।

ইটভাটার বিরুদ্ধে পার্বত্য জেলায় নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। হাইকোর্টের নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন। এরই প্রেক্ষিতে ২ নভেম্বর ও ৯ নভেম্বর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী বিবিএম ইট ভাটায় ২ লাখ টাকা, বিএসবি ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা করে উপজেলা প্রশাসনের ভ্রম্যমাণ আদালত।

এদিকে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১১টার দিকে বিবিএম ইট ভাটায় লোকজন নিয়ে এক্সভেটর দিয়ে মাটি কাটা শুরু করেছে জানতে পেরে বাঁধা দিতে যান জায়গার মালিক সিরাজুল হক। এসময় বাকবিতন্ডা থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে জায়গার মালিক সিরাজুল হককে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করার অভিযোগ ওঠেছে বিবিএম ইটভাটার মালিক ফরিদের বিরুদ্ধে। আহত সিরাজুল হককে গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় আহত জায়গার মালিক সিরাজুল হক ৮ জনকে আসামি করে নাইক্ষ্যংছড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে অভিযুক্ত বিবিএম ইটভাটার মালিক ফরিদ আহমদ বলেন, তুচ্ছ বিষয়ে দু’পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে মাত্র। বড় ধরণের কোন কিছু ঘটেনি।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আহত, ঘুমধুম
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন