পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান
অন্তর্বর্তীকালীন সরকারের কর্মসূচিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন। শনিবার (২৪ আগস্ট) রিপোর্টারস ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. খায়রুল ইসলাম চৌধুরী বলেন, ‘২৬ বছর ধরে এই চুক্তির মূল উপাদানগুলোর অনেকাংশেরই বাস্তবায়ন করা হয়নি, যা পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জনগণ এবং সারা দেশের নাগরিকদের এক অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। এই চুক্তির পূর্ণাঙ্গ ও যথাযথ বাস্তবায়ন কেবল পার্বত্য চট্টগ্রামের স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার জন্যই নয়, বরং বাংলাদেশের সব ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষের মর্যাদা ও অধিকার সমুন্নত রাখতে এবং একইসঙ্গে দেশের জাতীয় ঐক্যের জন্যও অপরিহার্য।’
তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নকে ত্বরান্বিত করতে সরকারকে চারটি বিষয়ে জরুরি উদ্যোগ নিতে হবে। সেগুলো হলো-পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির পুনর্গঠন; পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন সক্রিয় করা; আঞ্চলিক পরিষদের সঙ্গে সংলাপ; পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিষদের পুর্নগঠন।’ এছাড়া সমতল ভূমির ক্ষদ্র নৃ-গোষ্ঠির মানুষকে রক্ষায় উদ্যোগ গ্রহণের বিষয়েও জোর দাবি জানান তিনি।
আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন– ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, মানবাধিকারকর্মী মেইন থিন প্রমীলা ও দীপায়ন খীসা প্রমুখ।